সাম্প্রতিক

6/recent/ticker-posts

সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়



দুটি কবিতা




মধ্যরাত
কাগজ ও কলম ভাসছে
জরুরী টুকিটাকিতে,
বুকে পিঠে লাগছে স্বপ্নের শেকড়,
প্রথমাংশ জুড়ে
   চলচিত্রআকাশ...
কবিতা প্রসঙ্গ তুলে রাখছি।
মিলিয়ে যাচ্ছে চিরহরিৎ বন,
ঘোর অবাঞ্ছিত ঠোঁট কাঁপছে।
কিছু দাঁত ,আর কয়েকটা তরঙ্গে..
উন্মাদ শহর দৌড়ে বেড়াচ্ছে


ধ্রুপদী
যেখানে টান পড়ে
সেখানে গান ধরে
ধাপে ধাপে খুলে যায়
আলোর আদল।
খানিক ভেসে থাকে ...
খানিক
  নেমে আসে
আখর জুড়ে সমস্ত মুগ্ধতা
রাত্রি বিঁধে নেয় গোপন
বুকে সঙ্গীত নিয়ে
আবার জন্মালে
ব্যথার আঙুলে
একটা সরোদ বেজে ওঠে