সাম্প্রতিক

6/recent/ticker-posts

বাপ্পাদিত্য রায় বিশ্বাস






অকর্মণ্য 
বাপ্পাদিত্য রায় বিশ্বাস 

তারপরে আমি কখনও কিচ্ছু খুঁজিনি 
হলে ধূলাউড়ি ভয়েও দু চোখ বুজিনি 
হাওয়া কিছু পাতা উড়িয়ে 
নিজে থেকে গেছে থিতিয়ে 
পাতা কুড়িয়ে কে আগুন পোহালো দেখিনি 

আর কোনও ভোরে পাখি ডাকলেও উঠিনি 
আলো কাড়াকাড়ি ঘাসবুক চিরে ছুটিনি 
সূর্য নিজেকে পুড়িয়ে 
আকাশ দিয়েছে ফুরিয়ে 
আমি বসতির টানে বাজারের রকে জুটিনি 

আবার আষাঢ়ে ছায়ায় ভুলেছে মেদিনী
স্বপ্নের স্রোতে কত দেহ জুড়ে তটিনী 
প্লাবনের ঢেউ উজিয়ে 
কূলঘাট গেছে মিলিয়ে 
পলি দিয়ে কে যে আল ভরে নিল বুঝিনি 

ভুলেও তোমরা এ ঘাটে বেঁধো না তরণী 
গাঁ জুড়ে কোনও ঘরেতেই নেই ঘরণী 
পারানির কড়ি মিটিয়ে 
পাটনী দিয়েছি ফিরিয়ে 
এতদিনে বুঝি নিমরাজী হলো ধরণী 

এরপরও আমি কুটো ভেঙে দুটো করিনি ।