সাম্প্রতিক

6/recent/ticker-posts

বিশ্বজিৎ দাস



দুটি কবিতা


অস্ত্রোপচার


কচিমাছ জাবানো জলের শব্দে
বুকে মাথা রেখেছে যৌবনা

সমীক্ষার রিপোর্ট বলছে
এভাবে কতকাল স্তব্ধতায় এভিনিউ

ওয়েটিংরুমে কেটে যায়; সমীকরণ বদলে
ফিরে আসে সম্পর্কের ব্রেকিং নিউজ

তারপর যে যার মতো অস্ত্রোপচার করে
প্রাপ্য ভবিষ্যতের ভিতরে মহড়া দেয়

সোশ্যাল ডিসট্যান্সিং আর বিচ্যুতির ভূগোল!


প্ররোচনা


খেলনা হয়ে উঠতে উঠতে এই
ফলনশীল পচন, এই উৎপাদন বন্ধের

প্ররোচনা! সেও জেনেছে বারজাখ
ভিতরে ভিতরে দেখা আসক্তিশব

অলিখিত নন্দিনী পেরিয়ে শীর্ষ
কাছাকাছি
খোসা ছাড়িয়ে দেখে নেয়
আমাদের অন্তর্বর্তী চামড়ার গালিচা!

গুরুর আশ্রমে বুঝি এইসব শেখায়?