সাম্প্রতিক

6/recent/ticker-posts

চিরঞ্জিৎ বৈরাগী





























দুটি কবিতা




১.সাতরঙা ছিটমহল


বাঁচার অধিকার কিনতে
   ভিড়কে এড়িয়ে
       গ্যালারীর পিছন সারিতে

তবুও রোড-ট্রিগার চেপে
   এক‌শত জলকামানে
       অ্যাওয়ারনেস অভিযান

এখনো অসম্ভব সন্ধ্যা নামে
  আর প্রিজমের মধ্যে
     বর্ষার আকাশে
        পিপাসার সাতরঙা চোখ__

জানালা থেকে বহুদূরে
       ছিটমহলে রঙ দে বসন্তী!


২.মৌলিক লেখায় শুঁটকি চাষ


নামতার প্রধান দুই __

একমেদ্বিতীয়ম্ মুখস্ত
               বামুন মশাই গুণ্য

সুতরাং সহজটাই বোধ্য!

লেখার গুনফল জানতে
   ধরি, কটা সত্যি আর কত মেকি__

কলপ কালার চুলে
    চশমা তুলো কানে

অথচ। মৌলিক লেখায় শুঁটকি চাষ

পকেটে In।
  out কপাল
   sealed packet। গন্ডার বাম

             মুখোশ পরে জুতো সেলাই!