সাম্প্রতিক

6/recent/ticker-posts

রাজীব সিংহ





এই বসন্তে


এই বসন্তে ফিরে আসবার কথা হয়েছিল
অশ্রু ও বিষাদের সেই দুপুরে
কয়েকটি অচেনা পাখির মতো হাঁটু পর্যন্ত পরাগে ডোবানো
এ ক্যাম্পাস থেকে অচেনা ক্যাম্পাসে
নিভৃত প্রাণ এক সখারূপে টবের বাগানে
অচেনা প্রজাপতির মতো গলে যাওয়া আঙুলগুলো
মনখারাপের দুঃখ ভুলতে চেয়ে
ফিরে আসবে বলেছিলে রাস্তার পাশের বেলুনলার ঝুড়িতে

এই বসন্তে ফিরে আসতে চেয়েছিলে
অফপিরিয়ডে ইসুকল-পালানো বিকেলে
অপমান ও যাবতীয় তাচ্ছিল্যকে সঙ্গী করে
এ রাস্তা থেকে ওই রাস্তা
এই সিগন্যাল থেকে ওই সিগন্যাল
আমি হাত ধরে চিনিয়ে দিচ্ছি তোমাদের
চিনিয়ে দিচ্ছি তোমাদের কাঠগোলাপ বাগান আখরোট ক্ষেত আর
অশ্রু ও বিষাদময় সারাটা দুপুর

এই বসন্তে তুমি ফিরে আসবে বলেছিলে
সমুদ্রবন্দরে
রুখাশুখা পলাশপরবে
রাঙামাটির ধুলোর জঙ্গলে
আমি পাশাপাশি অপেক্ষায় লেখার আদলে
আমি চিরকালীন বোধির প্রত্যয় কফির টেবিলে
চেনা রাস্তায় বালকদের অ্যান্ড্রয়েড ফোন
আমি মরতে চেয়েও মরে যেতে পারি না...



রাজীব সিংহ