সাম্প্রতিক

6/recent/ticker-posts

বর্ণজিৎ বর্মন


তিনটি কবিতা
একটি পঙ্গু সাধারণ সরল 

10টি পরিবার × 2কেজি চাল +1কেজি আলু 
 ÷ 5জন রেশন ডিলার-মোট জনসংখ্যা = ?
              প্রশ্নপত্র পদাবলী দেখেই
 হ্রদের হরমন মুখে         উষ্ণ অভ্যর্থনা জাগে 
তখন 

মাথার ঘিলু ঘোৎ  ঘোৎ করছে ,

 কিশলয় থেকে ভয় 
মেঘ ডাকা +বৃষ্টি পরার শব্দে
উৎসেচক উৎপাত করে ,

পাটিগণিত বই খুললে 
যেন ঝম ঝম করে জুলাই মাখা 
বৃষ্টি শুরু হয় 

একটি সাধারণ সরল সাদা খাতাতে 
আজ নিশ্চিন্তে ঘুমায় ।


কতো × ভালবাসা পেলে = তুলায়পাঞ্জি ভাত হবে 


এক অনারি ডার্কএ  ডুবে 
সূর্যোদয় দেখছি 365+1 ভোরে,

ভালোবাসার কোনো রঙ হয় না 
অন্ধকারটুকু আলোর প্রেম ,

উত্তরদিনাজপুর রাজধানী থেকে 
অনেক দূর, 
                            কৃষক দল জানে ।

তবু 
বেখেয়ালি  মন              জানতে চায় 

কতো× ভালোবাসা = তুলাইপাঞ্জি চাল ধুয়ে 
সুগন্ধি ভাত ফুল ফুটে উঠে 

সূর্যের মুখে ,              আফিস টাইমে


পুনরায় 



রোজ দুপুরে Rose থেকে 

এক একটা পাপড়ি পতন হয় ।
               চলার গতিবিধি নিঝুমে 
গেছে বেঁকে ।

আজো বন্ধ হয়নি প্রহসনের  নির্বাচিত  হাসি ।

অনবরত তাজা গাছ কেটে অসময়ে 
সন্ধ্যা কে প্রকাশ করে 
কাঠুরে পাখি ।

Square এ ডেমক্র্যাটিক   ছায়ায় বারে 

ভালোবাসা কোন বাড়ির বাগানে 
নির্ভয়ে দুটি গোলাপ কুঁড়ি ফোঁটায় 

নতুন সূর্য়দয়ের 
                               নিখাদ আশায়
প্রত্যাশার বুকে জ্যোস্না 
                              ভোরে ডেকে যায় 

পুনরায় গড়ে উঠুক কথামালার প্রেমকাব্য 






বর্ণজিৎ বর্মন