সাম্প্রতিক

6/recent/ticker-posts

অভিজিৎ দাসকর্মকার




তিনটি কবিতা
মাধ্যাকর্ষণ ভুলে__


সন্ধ্যা ৮ টা ৫৪ মিনিট_____

একটা সাদা ভার্জিন নোটপ্যাডে বাংলা টাইপ করছি, আর
ক্ষরণশীল হয়ে উঠছে শ্লীলতার চিতা, 
        নোটপ্যাডের সাদা অংশটা প্রথমে বিকেল, পরে সন্ধ্যার   তুলসীদাস হয়ে উঠছে দেখছি___

ইস্! সন্ধ্যা ৮ টা ১৭ মিনিটে অশ্লীল আত্মকথন  লিখে ফেলেছে ব্রহ্মময়ী পুংকেশরচক্র!

তাই নদীর উপর ডিঙিনৌকাটিও ভাসছে, শুধু শনিবার বলে হাতের তালুতে স্নায়ু চাপের পরীক্ষা দিতে হবে___
  কারণ,
জ্যোৎস্না উঠলেই আজকাল রজনীগন্ধারাও ত্বকের যত্ন নিচ্ছে এবং শরীর মাধ্যাকর্ষণ ভুলে গ্যাছে____


শিরদাঁড়াতে শরীর খারাপ


একটি অরাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক সমবায় সমন্বয় কমিটি গঠন করা চললেও
অস্থায়ী ঘূর্ণিতে ২৪ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বিবর্ণ ঝড়বৃষ্টির  সম্ভাবনা রয়েছে ———
     অথচ, 
     অংকের সমস্যাগুলো আরও ভাঙতে পারে এবং নবনাইজড তাপমাত্রায় সংস্করণ হিসেবে গভীর অন্ধকারে ঢুকে যাচ্ছে সিঁড়িভাঙার বিয়োগ আর ভাগ চিহ্ন। 

যদিও দরজা দিয়ে ঢোকা-বেরোনো রং বা বাইক বাহুবলিরা,  
না খেতে পাওয়া সিটিজেন, বস্ত্র খুলতে বাধ্য হওয়া নাগরিক মহিলা, এদের বিশেষণে কোন নির্বাচনি প্রচার রাখেনি...

তবুও পরস্পরের শিরদাঁড়াতে শরীর খারাপ। সাবলীল আদিখ্যেতা। লোমকূপ ধরে লর্ডস'-দের মোড় পর্যন্ত সাইকেলিং। এবং 
   ফিয়ামের বাথরুম থেকে প্রকাশিত হাসিনার হাসিতে দেহ এবং তত্ত্বের অদ্ভুত সমকামীতা---
         বাসি অন্তর্বাসের অস্থির গন্ধে দৃষ্টিহীন ভাবনা আর কৌলিন্যের সীমানা টপকে রাতগুলোও স্পেশাল পেপার নিয়েছে পিছনপাকা দরজায়...

এরপর যে চারাগাছ নির্ধারিত রয়েছে তার ছায়াতে ঘেমে আসছে শ্রীমতী সমাজের বিকলাঙ্গ ভাষন। 
    অ্যালকোহল খাওয়াও। স্যানিটাইজার দাও। 
কৌতুহলের আধুনিক আত্মগোপনের পানসে বিছানায় রাসায়নিক সারাংশ। 

    এদের শ্রুতি লিখনের রোদ্দুরে ফাগুন ফাগুন পিঠগুলোয় মদন-অক্ষর কিডনির সাইড এফেক্ট আর, 
    উপাচার্য ভেঙে চলেছে ফ্যাক্টোরিয়াল-এন ও আবার নাকামিয়াব পদদখল করা ______



...পুড়ছে বেহুলার সংসার


বিলাসপূর্ণিমার ভিতরে ~ ফুলের গন্ধ
নিশিযাপনের পূর্ণচ্ছেদ || ৬০° প্রতিবিম্বিত নাৎসিবাদি জ্যোৎস্না
আকাশের অহংকার { চন্দ্রদহন+বেহুলার সংসার}

পুড়ছে ~ দীর্ঘবাসনা নগ্নশরীর নিয়ে মুখস্থ বলছে
[ META ]-MORPHOSIS 
         ↓
          BOLISM

কিছু আত্ম-বলাৎকারী শব্দ || নিদ্রাবিলাসি কোলাজ 

কৃষ্ণপক্ষের আলপথ (শীত/ বিনিময়ী পরিযায়ী পাখি)
আমাদের কথোপকথনের ৪° গাঢ়ত্বে / কুড়মুড়ে বিকেলে কবিতা পড়ি ______

       এতো মনখারাপ (?)
                 কবিতায় অগণিত স্টোনচিপস্
 
     
   
 দ্যাখো মগজ (&) শরীর ভন্ডুল হচ্ছে, আর~
তারপর, 
     গাঢ় চকোলেটে মিশে চলেছে

——— লাস্য হেনে যতোই তুমি মাতাল করো, শুধাবো না সত্যিই ভালোবাসো কী না...




অভিজিৎ দাসকর্মকার