সাম্প্রতিক

6/recent/ticker-posts

সুদীপ বিশ্বাস





শরীরময়  জড়িয়ে নিচ্ছি  দূর্বাদলশ্যাম



বহুপুরাতন  রেকাবিতে  সাজিয়ে  রেখেছি  পূর্বাহ্নের  ব্যবহৃত  নিরুদন 

ডুবন্ত বিকেলে খ্যাতিহীন  অশ্রুত  জলবিহারে 
রোদ্দুর গড়িয়ে  নামছে  কার্নিশে 
বাতিল শরীরে  গজাচ্ছে   তৃণমুল

অথচ ভিত ও ভিতর মহলে  এখনো লাল রক্ত আভা 

সন্ধ্যার কালো এসে নিভিয়ে  দিচ্ছে গোধূলি  রং
অনপনেয়  খিদে তবু প্রতীক্ষায়  ঘাঁপটিমেরে  বসে 
ভাসমান ইথারে  জন্ম নিচ্ছে  দ্রোহ  ও ত্রিফলা 

ত্রিশূলের অঙ্গেও  কেউ কেউ অযাচিত  রেখে দিচ্ছে ভ্রম 

ব্যবহৃত আসবাব যাবতীয়  পাপ 
উপবীত খুলে  ক্রমশ নেমে  যাচ্ছে   কটি দেশে
জন্মজাত অক্ষমেরা  ধর্মের দোহাই দেয় শুধু  ...





সুদীপ বিশ্বাস