সাম্প্রতিক

6/recent/ticker-posts

অজয় সাহা




সহজ আসলে খুব কঠিন


সহজ কথা অকপটে সহজ করে বলা যে কি কঠিন!
তা কেবল সেই জানে
যে বলতে পারে 
সহজে।
আমরা সবাই তো তা পারিনা,
সত্যিই পারিনা 
পারলে কি আর কাঁচা লঙ্কা ধনেপাতা জীয়ল মাছ বাসের ভাড়া কাঠপেন্সিল আটা চালের দাম কেবলই জাতে ওঠে,  বড়লোকেদের বেলায় যেমন মানসম্মান বাড়তেই থাকে আর ঝোলা ব্যাগ হাতে আমাদের মত সাধারণের মুখগুলো ইজ্জত খুইয়ে ঝুলতেই থাকে কেন? এই সহজ অতি সহজ কথাটা উঠলেই শচীনের রান কিংবা সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে নিজের পাড়া থেকে শালার শ্বশুরবাড়ি  অবধি ফাটিয়ে দেওয়া হিম্মৎদাররা তিনদিনের পুরোনো গ্যাসবেলুনের মত চুপসে যাই কেন?

যে কোনো যুদ্ধেই মৃত সৈনিকেরা যেমন 
যুদ্ধ লাগার সহজ কারণটুকু মুখে বলতে না পেরে অপর পক্ষের হাতে থাকা বন্দুকের নলের কথা শুনেই ঘুমোয়।

যীশু মহম্মদ তথাগত শঙ্করাচার্যদের  জন্মকাল থেকেই আমাদের জানা হয়ে গেছে
ঈশ্বর আসলে মানুষের পেটেই জন্মেছেন
এর পরের কথাটা
এত সহজ যে,তা প্রায় কেউই বিশ্বাস করেনা আর তেমন 
কেউ আমাদের সহজ করে বলেনা।





অজয় সাহা