সাম্প্রতিক

6/recent/ticker-posts

তাপসী লাহা




তাল





বস্তুত কিছু নেই বলে
দূর্বিনীত রাতের চোখ ভেবে ভুলেরা  
সজাগ থাকে।
আলোড়নের প্রাক্কালে ভোরকথার গুঞ্জন উন্মোচিত আন্দাজে  কথা কয়, চেয়ে থাকে দু এক পলক
ভরাট বুকের জলওয়ালা পুকুর নুড়ি ছোড়ে বিস্রস্ত হাত।
বিষাদ শেষপ্রহর ছোয়, হেটে আসা তমিস্রাভ স্মৃতি থেকে
কুলুঙ্গির জমানো  ধোঁয়াশা গাঢ়তর ক্রমশ
ঘনিয়ে আসা মেঘের কুসুমকলি।

রাতদীর্ণ  জ্যোৎস্নার প্রৌড়া অভিশাপ থেকে অগুণতি রুপভেদ গাছ 
ও হরিণ শিকার সংক্রান্ত অপবাদে  কুহকীনির চু কিতকিত 
নিবিষ্টতার মত করেই  বৈরী তানে তাল কাটে। 




তাপসী লাহা