সাম্প্রতিক

6/recent/ticker-posts

অভিজিৎ পালচৌধুরী









বোধ


১.
ঘেন্না হয় তোমার সাথে শুতে
তবু শুই রোজ
কারণ ঘৃণার সুড়ঙ্গে
পাতা থাকে
আত্মহননের রেললাইন

ছিন্নভিন্ন হতে হতে
নতুন আমি-র
জন্ম দিই
প্রতিদিন ..

২.
চলমান কাঁচঘর যাপনে
উইন্ডস্ক্রীনে আছড়ে পড়ে
বৃষ্টির সমূহ উল্লাস
ওয়াইপারের ওঠানামায়
দৃশ্যমান একটি বৃষ্টিভেজা 
দুপুরের মেটাফোর
বিচ্ছুরিত অলৌকিক মুদ্রায়
বৃষ্টির নুপুরে
বাজতে থাকি খুব ..



অভিজিৎ পালচৌধুরী