সাম্প্রতিক

6/recent/ticker-posts

হরিৎ বন্দ্যোপাধ্যায়




সংজ্ঞায় আলোর রেখা



বাসস্টপের ঠিকানাগুলো সব একমুখী
ডিপো থেকে বেরিয়ে কোথায় যেন হারিয়ে যায়
রোদ্দুর ভেঙে যেতে যেতে আবার তাদের ডাক আসে
কোথাও একটা নীলচে কমা তাদের দাঁড় করায়
কিন্তু তারা তো রেললাইনের সোজা হাঁটে
সোজার ঠিকানা তো দিগন্তে শোভা পায়
কে আর তাদের হাতে নিয়ে পা ফেলে হাওয়া গাড়ি 
আলতো করে হাত ছুঁয়ে কথা ছিল পরে সব কথা বলার
সোজা কথায় বিশ্বাস যা হোক এখনই বলে ফেলা 
তাই কথা সব মোড় ঘুরে বাঁক নিয়ে নেয়

রেললাইনের সোজা ঠিকানা এখনও রচনায় আসে
বৎসরান্তে একবার মাত্র ছাত্র 
আবিষ্কারের মেজাজে তাকে ধরে ফেলে
মুখস্থই লিখে ফেলে উদয় থেকে অস্ত পর্যন্ত
তারপর কোথায় তারা ?
কোনো এক ছুটির সকালে পর্বতের চূড়ায় দাঁড়িয়ে
সেই ছাত্র আগামীর হাত ধরে
চোখ ছোটো করে দেখায় সেই সোজা ঠিকানা
অনেক দূরে একটা আলোর রেখা 
শুধুমাত্র সংজ্ঞায় ধরা দেয় ।



হরিৎ বন্দ্যোপাধ্যায়