সাম্প্রতিক

6/recent/ticker-posts

গৌতম কুমার গুপ্ত





রূপান্তর 



আরণ্যক থামিয়ে নাগরিক হই
 খোলসের ভেতর আরো এক খোলস
ওখানে পাতা ও বৃক্ষ ছিল আমিষ ছিল না
শেকড় অন্তর্ভেদী ছিল মৃত্তিকার গোপন মন্ত্রে

ক্রমশঃ ডালপালার ভেতর চাগাড় দিল
এক হরিয়ালী ঔদাসীন্য
এই আঘাত করছে এই কেটে নিচ্ছে হাত পা
এই ছিঁড়ে নিচ্ছে পরাগ সাবাড় করছে সবুজ

একটা রূপান্তর বোধগম্য হল অচিরাৎ
জনপদে এলাম বসতি ও হিরন্ময় পারিপাট্যে
এক তথাকথিত লোকের জন্ম হল লোকারণ্যে
পারদর্শী সৌজন্য ও সৌখিন কেতাবে

পারি না নাগরিক অভ্যাস 
  পলিমার ও যন্ত্রবত যথা
যত্র তত্র ধাতব ও জঘন্য কলাপ

ফিরে যেতে চাই অরণ্যবহুল মর্মরে
যেখানে আমৃত্যু জন্মান্তর আছে


গৌতম কুমার গুপ্ত