তিনটি কবিতা
১
প্রণাম
প্রণাম
পথে নেমে, প্রণাম করেছি,
পথ, সঙ্গী হও ।
ও হাওয়া, ওড়াও
বিষাদসম্ভব দিনগুলি ।
হে অগ্নি, পোড়াও সকল অনুশোচনা ।
বলেছি, ও ধুলি, আমাকে
গ্রহণ করো ।
পথে এসে, দেখি, মুছে
যাচ্ছে
নিজের ছায়াটি ।
২
জানকি
জানকি
আমি তাকে হরণ করেছি,
তারপর করিনি বিবাহ ।
এই পাপে সমূহ বিনাশ
হয়ে গেছে আমার আকাশ ।
আমি তার দু'চোখে দেখেছি
শীত গ্রীষ্ম অঘোর শ্রাবণ ।
সীতা যদি বলেছি কখনও
তৎ সঙ্গে নিজেকে রাবণ,
নেমে আসে দু'চোখে আষাঢ় ।
এভাবেই গিয়েছে বসন্ত ।
তার কাছে অনন্ত বসুধা
হাত পেতে চেয়েছি যদিও
চায়নি সে আমার ভুবন,
এতটাই নিস্পৃহ জানকি !
৩
দিদিমনি
দিদিমনি
বারোটা পনের । নীল শাড়ি দিদিমনি ।
যেন সরস্বতী । পলিটিক্যাল সায়েন্স । ক্লাসনোট ।
রাষ্ট্র এক বিপজ্জনক সংস্থা । যার হাতে থাকে
অস্ত্র ও আইন । জনকল্যাণের মুখ
লোক দেখানোর জন্য । এই সব নোট
ডায়েরির পাতা জুড়ে । পাশে লিখে রাখি,
দিদিমনি এক রাষ্ট্র । তার ধানক্ষেতে দু'টি
তাঁবু
আমাকে বিপণ্ণ করে রাখে ।
ক্লাস শেষ । রুমে একা । নোট দেখে নিচ্ছি ।
ফাঁকি রয়ে গেছে । লিখিনি হাসির কথা ।
সমরজিৎ সিংহ