বিপ্লবী গন্ধ
শুধু শক্তি ছিল ওই ঘাসগুলোর,
যারা দুহাতে তুলে ধরেছিল আমার শরীর,
শান্ত করেছে আমার বুলেট বিদ্ধ মন।
সাদা আর লাল ফুলে
ভরে দিয়েছে হৃদয় ...
রাত্রি দিন, রোদ আর বৃষ্টির মাঝে
গান গেয়ে ঘুম পাড়িয়েছে আমায়।
শুধু ওরাই ভুলবে না আমাকে,
আমার কালচে রক্ত ছিটিয়ে দিয়েছিলাম ওদের দেহে,
তারপর,
আস্তে আস্তে শুষে নিয়েছে মাটি।
আমার রক্তের নেশায়,
ফুলগুলো বাগান ভরিয়েছে এক অদ্ভুত বিপ্লবী গন্ধে।
অভিষেক মিত্র