নিষিদ্ধ হ্যাজাকের গল্প
১
কেউ বললো না। অতএব___
১টুকরো অভিশপ্ত আতর
কিছুটা
ব্যক্তিগত ফুসফুস-তন্ত্র
পোশাক টাঙিয়ে রাখা হোক। অসময়ে
২
?-হীন বরফপাখিগুলো
আমার এস্কিমো অস্তিত্ব
অসহায়। লিফ্ট সংকেত
ঘুড়িওয়ালা জামায়
ছোপছোপ সোম___
সে ১-কিশোরী
প্রেমিকার নাভি থেকে
ঝুলন্ত লাশ } রিমঝিম থেকে যায়
৩
সেইসব। কিছু অতীত
নষ্ট
সাদা
নোংরা
ভুল
প্রজাপতি ~ ডানায় নিঃসঙ্কোচ
কতোটা সুড়ঙ্গ
কিছুটা জল
শব্দরূপ : রাহুল গাঙ্গুলী