সাম্প্রতিক

6/recent/ticker-posts

অভিজিৎ দাসকর্মকার


দুটি কবিতা

(এক )
সেপ্টেম্বরী পাতা

অক্লান্ত ব্যাকরণ
শাড়ীর কুঁচির শিউলি গন্ধে
প্রত্যয়ি, প্রত্যাশা,প্রতিক্ষার অব্যক্ত কথার সামনে দাঁড়িয়ে ____

তদ্ভবি প্রতিবর্ত সময় পার করে সেপ্টেম্বরী পাতা
আর, নয়নতারা ফুল
অ্যান্ড্রয়েড সার্ফিং-এ
       সেদিনের টিউশন রাস্তা
    গোলাপি রঙের ফাইলে মোড়া।
ঝড়ের পর আলো ফুটলো ব্ল্যাকস্টোন আগরবাতির গন্ধে
পাঁচচূড়া মন্দিরটি স্থিতিস্থাপক অক্ষে এক ফর্মা হাসি হাসে
   আমি তখনও টেবিল ল্যাম্পের সামনে
৩টি ডটপেন
দিগন্তরেখায় ভূমিকম্প
বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ধরে পরাশ্রয়ী শরীর আর 
ক্ষয়াটে আকাশ নিয়ে দাঁড়িয়ে,
চোখে ক্যাবলা ভাষা।

(দুই)

দোভাষী বাঁশি


চুল খোলা হলেই
বার্গান্ডি আলো এসে পড়ে
তোমারই কোলের নিচে
তখনও বিছানা আর
বাসি ফুলের পুংরেণু আষ্ঠেপৃষ্ঠে 

      কবি শান্ত-
নিরুত্তর সমাপিকায় যতিচিহ্ন
লেখা হয়ে গ্যাছে গাছের গায়ে
     গাছের নিচে বুদ্ধের ছায়া
     গায়ে লিউনিস্কির গন্ধ

মাতাল করা শ্রীখোলে তাল আর-
কদম তলায় কানু
সাথে দোভাষী বাঁশি...
'ভ্রমর কইও গিয়া' 
মৃত পরাগরেণুর ভাজ্য পদে
বিশেষণের হাসি
আলতা রঙের পরাগজন্ম দেবো 
ক্ষুধার্ত ওই ফুলটির নামে...





অভিজিৎ দাসকর্মকার