সাম্প্রতিক

6/recent/ticker-posts

চয়ন ভৌমিক

পাঁচ আঙুলের কথা




১)

বিষাদ

ভোর হল। সূর্য
ওঠেনি আজ।

ছায়া লেগে আছে
খবরের কাগজের অক্ষরে,
বিজ্ঞাপনে, ক্রোড়পত্রে।

পূর্বাভাষে ,
মেঘলা দিন...

বৃষ্টি নামমাত্র।

২)

মাতাল

জাত ও তাল দুইই আছে।

তবে, ঠিক কত ভাগ
তা ঠিক করে দেয়নি বিধাতা।

ঘড়িতে দম দিয়ে
ওই দেখো টলমল শহর

বমি ও নর্দমার নির্জনতা পেরিয়ে
ডুবে যাচ্ছে ঘুমনদীতে।

৩)

পিয়ানো

যিনি বাজাচ্ছেন
তিনি অন্ধ।

তাঁর আঙুলেই সব দর্শন, নির্দেশ, বিষাক্ত তীর।

থমকে আছে বাতাস

জানা ও অজানার মাঝে
অসহ্য রহস্যগন্ধ

খুন ও খুনী
বসে আছে পাশাপাশি

সাদা ও কালো তার দুচোখে।


৪)
বিকেল

হলুদ একটি রূপক।

কনে দেখা আলো যতিচিহ্ন।

এরমধ্যে দিয়েই উড়ে যায়
ঘরমুখী পাখি।

ছাদ ফিরে আসে
আম গাছের ছোঁয়ায়।

টবে জল দিতে দিতে
দূরে তাকাও তুমি

চোখে পড়ে স্মৃতিপথ

সাইকেলের সামনে বসা
দু-বিনুনি রূপকথা।


৫)
লড়াই

কার সাথে জানি না।

তবে চলছে...

ভিতরের রক্তপাত অনুভূত হয়।

আয়নার দিকে তাকালে
ক্ষতনীল চোখ...

বন্দুক তুলো না প্রিয়
আমি প্রতিদ্বন্দ্বী নই তোমার

আমার শত্রু আমি

অথবা আমারই একক ছায়া।

চয়ন ভৌমিক