সাম্প্রতিক

6/recent/ticker-posts

হরিৎ বন্দ্যোপাধ্যায়





মিথ্যে দৌড়

অনেকটা দৌড়ে আসার পর 
চারপাশ দেখে তোমার একবারের জন্যেও মনে হয় নি
মিথ্যে এই দৌড়ে যাওয়া ...

তোমার অনেক আগেই যারা পৌঁছেছে গন্তব্যে
তারা ঠিক কি পরিমান আদায় করেছে সাফল্য ?
কতটা দেখে নিতে পেরেছে ফুটে ওঠা পৃথিবী ?

আসলে এসবই কথার কথা
নিজেকে নতুন কিছু দেখানোর আনন্দে
আমরা তো মাতোয়ারা হয়ে উঠি না
সবাইকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়া
এটাতেই যাবতীয় দৌড়ানোর আনন্দ
আর তাই তো সিঁড়ির শেষ ধাপটায় পৌঁছে
যখন একবারের জন্য নিচের দিকে তাকাই
নিচের মানুষগুলো কত ছোটো হয়ে যায়



হরিৎ বন্দ্যোপাধ্যায়