সাম্প্রতিক

6/recent/ticker-posts

চিরপ্রশান্ত বাগচী





মৃত্যুগাথা :ব্যক্তিগত 




আমার বাবাকে দেখে ভাবতাম, তাঁর কোনো মৃত্যু নেই 
বরং মৃত্যু এসে বিফল মনোরথে ফিরে যাবে শূন্যহাতে 

এমনটি মনে হয়নি কোনোদিন 
মনে হতো সুদীর্ঘ ছাতা, যা আকাশের মতো অন্তহীন 
অথবা পুরাকথার পরমপুরুষ 
যাঁর আঙুলের শীর্ষভাগে পৃথিবী ঘূর্ণায়মান 

আজ এখনো এই মায়াবী বিকেলবেলায়--- 
আমি যেখানে উপলব্ধি করি, সময় কীভাবে থামে 
মরণশীল এই অণুবিশ্বে ; 
--- কীভাবে সে অর্থময় !  

তবু বাবার কথা মনে পড়লে, মনে হয় , 
পরোয়ানা ব্যতীত মৃত্যু তাঁকে জোরপূর্বক নিয়ে গেছে অন্য কোথাও ।


চিরপ্রশান্ত বাগচী 
                                                    
সুস্মিতা নাথসুস্মিতা নাথ