দুটি কবিতা
রক্তের দাগ
সেদিন হঠাৎ
জ্যোৎস্নার সাথে দেখা
হল, ওর চোখে পূর্ণিমা আর
মুখে যেন নীলিমার
রক্তিম আভা
কয়েকদিন পর
কৃষ্ণাচতুর্দশীর চাঁদের
সাথে দেখা, ওর চোখের গভীরতলে
রক্তগঙ্গা দেখে
বিস্মিত হলাম
কাল সূর্য দেখি
চাঁদের কোলে শুয়ে
আছে, ওর ঠোঁটের কোনাতেও
দেখি ফোঁটা রক্ত
ফুলের আঁচড়
হঠাৎ একদিন দেখি
সাগর জলে
ভেসে চলেছে
অসংখ্য রক্তজবা
মাছ ধরতে বেরোনো
নৌকোটিও ভাসছে
আর তার গায়ে
ফুলগুলি আঁচড় কাটছে
নৌকোর গলুইয়ে
কেবল পড়ে
আছে একটি ঘাসের
শিস
স্নেহাশিস রায়