সাম্প্রতিক

6/recent/ticker-posts

হরিৎ বন্দ্যোপাধ্যায়




এক ছাতায়





কয়েকজন ছাড়া 
প্রায় সবাই এসেছিল ছাতাতে
কিন্তু মুখ দেখানো ছাড়া 
কেউ কোনো কথা বলে নি
প্রত্যেকেই ধরেছিল পাশের জনের হাত
হাত না ছাড়লে তো ভারসাম্য পরীক্ষা হয় না
তাই উল্টে যাবার ভয়ে
একজনও কেউ দু'ঠোঁট ফাঁক করে নি

বৃষ্টি না রোদ ------
কিসের জন্য ছাতা ? 
তা যেমন জানা যায় নি
ঠিক তেমনই আজও অজানা
মাঝে মাঝেই এই একছাতাতে
এসে দাঁড়ানোর কী মানে ?



হরিৎ বন্দ্যোপাধ্যায়