সাম্প্রতিক

6/recent/ticker-posts

গোলাম রসুল




ঠিক হাওয়ার যতটা পাতলা গড়ন


মানুষের জঙ্গলের ঝোপে বসে আমি শুনছিলাম মৌমাছির গুঞ্জন
আকাশের চৌকাঠ পেরিয়ে
টেবিলে রেখে দেওয়া পানীয়
নক্ষত্রের আলোয় মধুর হয়ে এসেছে যে জীবন
মানুষ খুলে ফেলেছে মুখ
মুখোশের আড়ালে আদার শুকনো ধ্বনি
ঝাঁঝের মতো হৃদয়ের রান্নাঘর
আর ঠিক একটি অনুভূতির মতো পৃথিবী
রাত্রির নীল
ভাঙা মহাকাল
মৃত্যুর রঙের মতো প্রলেপ দেওয়া অসংখ্য পোতাশ্রয়
গরম ছুরিতে কাটা আপেল আমাদের খাদ্য প্রণালী
বলতে কষ্ট হচ্ছে দরকার ছিলো না এই জীবন
আমি কখনো চাইনি জন্ম গ্রহণের মতো কিছু একটা করতে
প্রথম মানুষ থেকে এই অবধি যখন আমারা সংক্রামিত হচ্ছি

এবার বসন্ত ছিলো স্যাঁতসেঁতে
প্রকাণ্ড হয়েছে মৃত্যু
মাটির মুরগির মতো কবরগুলো
জানি না কতটা গড়ে উঠবে শূন্যতা
ঠিক হাওয়ার যতটা পাতলা গড়ন




গোলাম রসুল