সাম্প্রতিক

6/recent/ticker-posts

শুভঙ্কর দাস







সিঁড়ি ও সাহস




বুকের পাকাধানের খেত,সূর্যাস্ত হলেই হেলে পড়ে পাহাড়ের ছায়ার মতো,রোদবালকেরা 

সারাদুপুর খেলে খেলে মায়ের আঁচলে আঁকছে চাঁদবাড়ি

নটেগাছের পরম্পরা,যদি সঞ্চয় চাও,তবে আড়ি!

দীর্ঘশ্বাসের ভেতর ঘুড়ি উড়িয়ে এইমাত্র অভিমানছাদ থেকে নেমে এল আকাশ,তার 

প্রেমপ্রস্তাব ফেলে রেখেছে গামছাপরা মাটি

বালিশে এত দাগ কেন? সমর্পণে শীতলপাটি!

জন্মনোর দু'চারটে ইতিহাস আর রূপের কয়েকটি ভূগোল পড়ে ভেবে নিলে গুহা আর

 গৃহ রাত-দিন শুধু খুনসুটি করে বেড়ায় চোখের জলে

নুন মেরে সুউচ্চ মিনার তুলছ,কে আছ হৃদপিন্ডের দলে?


নতুন বউয়ের পায়ের আলতা-ছাপের মতো ফিরে আসার রাস্তা,গোলায় ভরে গেছে 

একাকীত্ব, হাহাকার,শূন্যতা এবং কয়েক জন্মর স্পর্শদাগ

ফিরে এসেছে হাতে ফুল নেই,ফল নেই,গেরুয়া বসন-কমন্ডলু-তিলক কিছুই সঙ্গে নেই

হারিয়ে গেছে কোদাল-কাস্তে!

অপরিসীম অনুরাগ

শুধু একটা সিঁড়ি জেগে থাকে উঠতে -বসতে!   




শুভঙ্কর দাস