সাম্প্রতিক

6/recent/ticker-posts

অনিন্দ ঘোষ





নিশিরাত,বাঁকাচাঁদ,পর্ণমোচন 





ব্লেডেরা চিরছে শরীর। মহানগরীর। সুঠাম ধূর্ত। ঋজুহিংস্র। বয়েসের আগেই জওয়ানী। দাঁত আর জিভে কাটা কাপাসের বুলেট। সে দাগ, বেয়নেটের লাভায় চিরস্রোত এবং স্রোতিনী। দাবানল জাগেছে তাই। প্লাবনের ধূম। পলাশের আগুন। বসন্তের বেতস জুড়ে শেকলভাঙার ডাক।
ও শেকল তুই কাকে পাঠাস বিপ্লবের তাস, বাঁটোয়ারা বাটিস বহুতল উন্মাদনায়, ঊষার ভোরে।
ও ভোর, তুই কেন সকলপর্ণের অন্তহীন টোপগ্রাফি। অদৃশ্য পূর্ণিমার জবানবন্দী।
এই দারুগ্রহ উত্তর দেবে না জানি। এইসব অলীক অশ্লীলতা দায়ভার নেবে না জানি।
স্নানঘরের স্তব্ধতারারা শুধু উচ্চহাসি সরল দেবে খানিক, বাথটবের দেবিশয্যায়।






অনিন্দ ঘোষ