ঘুমের
পথে
কোন
বাধা
থাকে
না
কোন
কাঁটাতার
,অভিবাসনের
ছাড়পত্র
কতদূর
চলে
যাই
দেখো
! পৃথিবীর
সমস্ত
অস্ত্রকারখানা
ভেঙে
পড়ছে
আর
চীনদেশীয়
ব্যবসায়ীরা
সেখানে
বড়
বড়
পুতুলের
কারখানা
গড়ে
তুলছে
গড়ে
উঠছে
স্কুল,
হাসপাতাল
, শিশুদের
বিনোদন
পার্ক
পুরুষের কাঁধে কাঁধ, কর্মব্যস্ত জীবন থেকে বিশ্রামে
ফিরছে
নিরাপদে
নির্ভয়া
মানুষ
হিংসার
শব্দ
স্মরণ
করতে
পারছে
না
কিছুতেই
আর
কাঁটাতার ঝনঝন ভেঙে পড়ছে
সেতুবন্ধনের
সুগম
সংগীত
পৃথিবীর
পথে
পথে
–
ঘুমের
দেশের
এত
আলো
রাতের
চেয়েও
এক
অন্ধকারে
নিয়ে
যায়
আর
আশ্চর্য
দেখো
এই
সময়
জানলায়
টোকা
দেয়
ভোরের খবর , আনন্দ বাজার
আমি কী শোক করব ? কীসের জন্য ? কোনটা স্বপ্ন ?
উভয়
সংকটে
শোক
ভুলে
যাই
আমি ।
আলো বসু