পাহাড়ি নৌকো
রঙিন ফানুসের খেলা দেখাবেন বলে তিনি মাঠে নেমে আসেন
সুগভীর বিস্তৃত মাঠ কত জন্ম আগে রুইদাস ফসল ফলিয়েছিলেন
জরিপে মেপে নিচ্ছেন বন্ধ্যা গাথা,খেলুড়ে বালকের ভিড়
দূরে ঈগলের ডাক বসন্তবাউরি ফিরে গেছে নদীদের দেশে।
" ঘন পাহাড়ে নৌকো বাঁ ধো হে নাবিক"-
বলে ওঠে মায়াবিনী খোলা চুল উন্মুক্ত আবেশ
ফানুস উড়ে যায় ছেঁড়া ছেঁড়া পরিক্রমা,