সাম্প্রতিক

6/recent/ticker-posts

অংশুমান চক্রবর্তী


মহাশ্বেতা


মাটি জানে তাঁর কথা
ছিলেন মাটির কাছাকাছি
আমি-আমরা নাগরিক
দূরত্ব শিখেই বেঁচে আছি।

ছোঁয়াচ বাঁচিয়ে চলি
চিনে রাখি ঘর আর পর
তাঁর স্পর্শে জেগে ওঠে
অন্ধকারে লুকোনো শবর।

কাগজ কলম জানে
কী আগুন ছিল তাঁর বুকে
ইচ্ছে করলে পারতেন
জীবন কাটাতে মহাসুখে।

সে সব উপেক্ষা করে
ডুবেছেন মানুষের কাজে
মনে প্রাণে অন্তজ--
কে? হাজার চুরাশির মা-যে।


অংশুমান চক্রবর্তী