সন্দীপ দত্ত
দুটি কবিতা
বিবাহ
দুটি মাংসের টুকরোর
মীমাংসিত প্রতিক্রিয়ায়
চারিদিকে মাংসের উৎসব
মাংসরা মাংসীরা
মাংসে বেড়ে যায়
আর
শেকল খুলে দেয়
মুক্তির কসাই
চারিদিকে মাংসল উল্লাস
আজ বিবাহ ।
হাতিমতাই
তোমার
বিশাল জুতোর
মধ্যে
ঢুকে পড়ে
আমি
কিছুদিন
হয়ে যাবো
অমল প্রাসাদ।