সাম্প্রতিক

6/recent/ticker-posts

সমরজিৎ সিংহ :কবিতা

 


দুটি কবিতা


অনৈসর্গিক 


  

মেয়েটি অন্ধ, ছেলেটির দোষ, খোঁড়া । 

দু'জনে পেরুবে নড়বড়ে সেতু ।

 

সেতুটির নিচে ছিল একটি কুমীর...

তার জিভে জল । নিশপিশ করে ওঠে দাঁতগুলি ।

 

ছেলেটির হাত ধরে মেয়েটি এগিয়ে যেতে থাকে

কুমীর দেখে না সে, ছেলেটি মেয়েটিকে

লক্ষ্য করে, তার সরল বিশ্বাস দেখে

তাকে বুকে জড়িয়ে ধরেছে ।

 

ক্রমে কুমীরের পেটে চলে যেতে যেতে

ছেলেটি, হ্যাঁ, ছেলেটি চুম্বন এঁকে দেয় তার বুকে ।

 

ঐ চুম্বনদাগ নিয়ে আজও মেয়েটি সেজেছে প্রজাপতি !

 

 

গূঢ়তন্ত্র


অলাতচক্রের কথা তোমাকে বলেছি ?

তন্ত্রসার থেকে উঠে এসে,

বস, এই যন্ত্রে ।

চারদিকে গণ্ডী কেটে দিচ্ছি ।

বস, নগ্ন হয়ে ।

তার আগে, চান করে এস,

দুধ মধু দিয়ে ।

দু'হাত বাড়াও এইদিকে । হ্যাঁ, তাকাও ।

লজ্জা ভুলে যাও ।

সমস্ত শরীরে মেখে দেব চন্দনের তীব্র ঘ্রাণ ।

একটু এগিয়ে এস । কি হল?  কাঁপছ কেন তুমি ?

 

এই সাধনায় এভাবেই সব হয় ।

শরীরের কোষে কোষে আগুন ছড়াবে ।

এতে ভয় পেলে ?

তাহলে কি করে সিদ্ধিলাভ হবে, বল ?



সমরজিৎ সিংহ

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ