সাম্প্রতিক

6/recent/ticker-posts

পৃথা চট্টোপাধ্যায়:কবিতা:জীবনযাপন

 


জীবনযাপন



যাওয়া হয় না বসন্তের পলাশের কাছে
যাওয়া হয় না পুরুলিয়া, ঝাড়গ্রাম অথবা গনগনি
অন্ধকারে বারবার আটকে পড়ি
বাতিল করে দিতে হয় ট্রেনের টিকিট
ঘষটানো দিনের ঢাকা খুলে
একদিন জোর করে বেড়িয়ে পড়ি

স্টেশনের মিষ্টির দোকানে
  ভনভন করছে মাছি
ছোট্ট টিভি চালিয়ে ঝুলানো চোখে দোকানি দেখে
ধর্ষণ, শ্লীলতাহানি আর টাকার পাহাড়ের খবর
খদ্দের এলে মিষ্টি গুণে দেয়, গুণে নেয় টাকা
আপ আর ডাউনের লোকালগুলো পরপর চলে যায়
প্রজাপতির মত চঞ্চল ডানায়
কোথাও যাওয়া হয় না
প্ল্যাটফর্মের খোলা টয়লেট থেকে
পেচ্ছাপের কটু গন্ধ এসে নাকে লাগে
 

দমকা হাওয়ায় 

তখন ভাবি

 

জীবনযাপন এক শিল্প কুশলতা
গনগনে আঁচে সেঁকে নেওয়া রুটি
ভাগ করে খেতে হয় দুঃখের কুসুম আলোয়


 


পৃথা চট্টোপাধ্যায়

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ