সাম্প্রতিক

6/recent/ticker-posts

শুভশ্রী সাহা:মুক্তগদ্য:পৃথিবীর গভীরতর অসুখ এখন

 


পৃথিবীর গভীরতর অসুখ এখন ---

 

 

চেতনা আর সু-চেতনার মধ্যের ফারাক বিস্তর, জলের উপর, জলের তল। চেতনা বারংবার  সংযত করে সাবধান করে বারবার মনে করিয়ে দেয় নিজেদের সীমারেখাকে। চেতনা বিশ্বজনীন  সভ্যতাকে আত্মস্থ  করে অন্তরের স্বাধীনতাকে বাধ্য করিয়ে নিয়ে বশে রাখে  বাতাসে ছড়িয়ে দেয় সভ্যতার ঘ্রাণ যেখানে প্রজ্ঞার  গন্ধ ভাসে  জলের উপর ভাসমান তেলের মত!  ভাসে কিন্তু সর্বতোভাবে  মিশতে পারে না। যে যার স্বকীয়তা বজায় রেখে  শান্তিপূর্ণ ভাবে নিরাপদ দুরত্বে ঘুরতে থাকে। চেতনা চেতনার মত  সভ্যতা সভ্যতার মতো চেতনার গভীরতার পুলক একান্তই ব্যক্তিগত, স্তরের সীমাটি স্পর্শ করলেই সে  নিজেকে খোলসের মধ্যে ঢুকিয়ে নেয় পুঁথিপত্র তাকে গ্রাস করে নেয় মেধা আর মনীষার প্রবল উৎসাহে। ---চেতনার  চিন্তনের অনুভূতি সতত পরিবর্তনশীল  হলেও সমগ্রে পরীক্ষিত হতে পারে না এর বিস্তারের অভাবে  সু চেতনার  কাজটি কঠিন বাহ্যিক  সব পোষাক ছেড়ে রেখে দিয়ে  গভীর জলে নেমে যাওয়া,  নামিয়ে নিয়ে যাওয়া,  চেতনা যে স্তরে নিরাপত্তা দেয়  সুচেতনা সেই  নিরাপত্তাকে জোর হাতে ভেঙ্গে দিয়ে   শরীরের   খোলসটুকুও  গুঁড়িয়ে দেয়। মাতৃজঠরের ভ্রুণের মতই সে ভাসতে ভাসতে ঝুলে থাকতে থাকতে কৃষ্ণগহবরের অতলান্ত অন্ধকারের মধ্যে ঝাঁপ দেয়। সেখানে  চেতনা কুড়িয়ে গলিয়ে   আনতে আনতে কেটে যায় কয়েক শতক   তখন  জন্ম হয় কোনো সুচেতনার  ---সুচেতনার জন্মই সমগ্রে   চেতনা ব্যক্তিগত,  সু চেতনা সামগ্রিক। চেতনা নম্র অন্তর্মুখী , সু-চেতনা বিদ্রোহী  যে দশকেই সে উদয় হোক না কেন  সহস্রাব্দে থেকে যায় তার অভিঘাত  আলো।  কোয়ান্টাম থিওরীর  মূলতত্ত্বের ভেতরেও বসত করে সু চেতনা  তেমনি উপনিষদেও। আলো ছায়া পর্দার নুন্যতম দুরত্বটুকু সরিয়ে ঈর্ষা দ্বেষ বিদ্বেষ ধনভাব আত্মভাবের তুমুল বিনাশকারক  সু চেতনা, সুচেতনা সহস্রাব্দে জন্ম নেয় একবার  কিন্তু  সুতো বেঁধে দিয়ে যায় সহস্রে থেকে সহস্রে -- 

সু চেতনা আছে বলেই হতে সহস্র চেতনার জন্ম হয়।  হোক চেতনা  আত্মমগ্ন তবুও সে শাসন করে বেঁধে রাখে আত্মাকে, হৃদয়ে শান্তি ভালোবাসা    বোধের জন্ম দেয় --



শুভশ্রী সাহা

 


 

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. আবেগ আর চিন্তন এর সুন্দর প্রকাশ, একরাশ মুগ্ধতা।

    উত্তরমুছুন
  2. শুভশ্রী সাহার লেখা এই মুক্তগদ্যটি অন্তরকে স্পর্শ করলো। জীবনানন্দ দাশের লেখা ' সুচেতনা' কবিতাটির মর্মার্থ যেনো খুঁজে পেলাম এই লেখাটির মধ্যে।
    কতখানি অন্তর থেকে 'চেতনা' ও 'সুচেতনা' র মধ্যে অন্তর বুঝিয়েছেন লেখিকা তার লেখনীর মাধ্যমে। কুর্ণিশ জানাই তার কলম কে।🙏

    উত্তরমুছুন