গুচ্ছ কবিতা
১
ঝিনুক
ভরসার গায়ে লেগে আছে সামুদ্রিক
ঝিনুক
কুড়িয়ে নিয়ে ভেবেছিলাম মুক্তো হবে
নিশ্চয়ই!
খুলে দেখি— তোমার মুখ।
আসলে তুমি প্রকৃতির সুখ তবু আমার
অসুখ...
২
সিঁদুর
মেয়েটি একাই সিঁদুর নিয়ে দাঁড়িয়ে
আছে
আমি পিছনে দেখে দেবীর অঞ্জলি মনে
করি…
মেয়েটি নেমে যায় সমুদ্রে, বালি খেয়ে নেয়
ঢেউয়ের শাড়িতে আজ দু ফোঁটা আলতা
মেয়েটি, পরজন্মে, উঠে আসে
সমুদ্রের বাঁ-দিক ঘেঁষে
উঠে আসে, না হওয়া ছেলেটি হয়ে
সিথিতে রক্ত ঢালবে বলে...
৩
ঝালমুড়ি
আমার জানা হয়ে গেছে সব
খবরের কাগজের ঠোঙা দিয়ে
নৌকা না বানিয়ে কবিতা বানাবো
যত অক্ষর জলের উপর বুক পেতে দেয়
অক্ষরেখা বরাবর...
একা চেয়ে থাকি সেই দিকে
একটি ন্যাংটো শিশু কুড়িয়ে নিচ্ছে
সেসব
বৃষ্টিস্নাত সন্ধ্যা আর ফুরোনো
কাগজ-শব
৪
প্রকৃতি বুক পেতেছে
প্রকৃতি বুক পেতেছে মেঘের নীচে
আকাশের দু-ইঞ্চি উপরে...
ছুঁতে গিয়ে সে পাথর হয়ে যায়
পাথরে হাত ছুঁলে মনে হয়— প্রকৃতি
বলে
নেই কিছু;
আসলে প্রকৃতি মানেই অক্ষর
ছুঁয়ে দিলে কবিতা পড়ে একে-একে
বৃষ্টির মতো...
মৈনাক দাস
0 মন্তব্যসমূহ