অমৃতা ভট্টাচার্য

 


পাথরকুচির দেহ 


 

দ্যাখো দেহ ভাসমান, শরীরে শরীর শামিয়ানা 

অদৃশ্যের আকরণ -- কোথায় পতাকা ধরো খুঁজে, 

পাঁচিলে অপেক্ষা বসে রাতভর জলকেলি স্বরে

বাতাসে অবাধ্য চলে পাথরকুচির বিচরণ   

 

যে স্বচ্ছ ভাঁজের খেয়া সূর্যস্রোতে অপলাপ বয়

আলো জমে ক্ষীর হয়ে করুণ অনাব্য সেই দাবি

ঘর নেই বদরক্তে – ঘরের উড়ন্ত ঢাল হাওয়া  

স্রোতের আগামী ছাপে – কী বসন্ত সাঁতার ঝাপটায়! 

 

পাথরকুচির দেহ একান্ন তীর্থেই করে স্নান

প্রতি অঙ্গ খুঁজে যায় লিঙ্গহীন ও ঈশ্বরনাম! 

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন