সাম্প্রতিক

6/recent/ticker-posts

মৌমিতা পাল

 



গুচ্ছ কবিতা



ক-টি

 

 

ঘটাং পটাং করে অলসতা এগিয়ে আসে

শব্দে ঋষি অবশ হন

           দ্রষ্টা কদাকার

    আত্মা আত্মকথা লিখবে না বলেই লে ভুলে গেছে পূর্বজন্ম

দিলকুঠুরিতে 

       পুতুল পুতুল রঙ্গপুতুল

গির্জার ঘড়ির নিচেই তাম্বুল

 পর্ণবীরের ছেলে মাদল-আদুলকে। 

মাথুরাম জনান্তিকে সাধবি কিনা বল

 

 

 চুরমার

 

সুরং গাড়ি গড়গড়াবে

ধুনী তাপার তুল

তোতলা নাকি- বলল ছেলে

শব্দক্ষরা ভুল

জব্দ হবে শব্দরা সব

জাদুর তন্ত্রে রাক্ষসী-

শূন্যচিতে গোল্লা পেলে

বরবাদ সব বাদ্যি হবে

পাগলাভোলা হাঁটে!

 

ভুজুংভাজুং শাসনগুলো ঝুলিয়ে থলি যাবে বাজার

ফ্যাচফ্যাচাবে সব সমাচার

হ্যাচটা টানেই হেঁচকি আবার

 

 

 ডমড্

 

অন্ধক বুনে যাই সৈন্ধব লবনে

 

নয়ছয় করেছিল কিন্নরকার্তিক

অন্যান্য বছরের মতো 

দর বুঝেছিল বিমূঢ়তা

ভীমবেগে প্রেম এলে

নাগাড়া কাঁপে ত্রাসে

বয়োগত অতীতে ডমড্ ললাট




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ