সাম্প্রতিক

6/recent/ticker-posts

রথীন বন্দ্যোপাধ্যায়

 

অনেকদিন পরে বৃষ্টি হওয়ায়    


                
গাছগুলো খুব ভিজেছে।
গাছের গোড়ায় জল জমার ফলে শিকড়গুলো মাটির আরও গভীরে চলে যাচ্ছে।

অনেকদিন পরে বৃষ্টি হয়েছে শহরে গ্রামে খেত ও মাঠে।
মানুষ ছাতা ও বর্ষাতি ব্যবহার করায় বৃষ্টিতে ভিজতে পারে না।
মানুষেরা মাটির ওপরে আলগোছে হাঁটে
আর দগ্ধ হয় দাবদাহে বাজায় যুদ্ধ দামামা।

যেকোনো দাবদাহে তুমুল যুদ্ধ শুরু হয়।
বারুদের গন্ধ ভাসে লু হাওয়ায়।

তবুও গাছের ঘনিষ্ঠ হলে মানুষ ভিজে যায়।
 

 



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. খুব সুন্দর কবিতা। পড়তে পড়তে মনে হল আগে পড়েছি। বারবার পড়া যায়। পড়লামও। শুভকামনা।

    উত্তরমুছুন