সাম্প্রতিক

6/recent/ticker-posts

নীলিমা দেব

 


                                                    দুটি কবিতা





ড্রাইভ 

ঘটমান সারস 

নিশানার বাইরে খানিক ট্রমা 

বাকিটা  ট্রিক্স    

দ্বিমুখী গজল ছুঁড়ে দিলে সাঁতার কোন দৃশ্যই নয়     

সারস ভেঙে ভেঙে বদলের জায়গায় মুখস্ত শরীর

 ছোঁয়া ও ছায়ার ফাঁকে মনহীন বৈঠা দুশো মিটার

    

 কেউ বা কারা সারসের পাতে নৌকো ঢেলে দেয়   

ঘটিত জলে চাঁদ পেতে বসে আছে সমস্ত সহজ  ………  

 

কুহু


দুটো আসল ও একটা আপেল প্রায় একসাথে । পাখির নিচে পাখি। গোল । গিঁট খুলে খুলে আঞ্চলিক  লাল কিছু দেখাচ্ছে। প্রতিটি দেখাই শেষ পর্যন্ত কোন মাখন ! রোদের পাশে রোধ । বড়সড় সূর্যাস্ত মজে আছে পুবে। লটকে থাকা ভোর তোমার গেরুয়ায়  শ্যাম মেশায়। আপেল তখনও  শব্দ। আসলদুটো গোপন থেকে আরেকটু নিরীহ । যতবার আপেল ও লাল মেলাই গুঁড়ি-গুঁড়ি  পাখি ভাতের সহজে তছনছ করে নীল । দরজা খুলে দিই। আপেল বেড়িয়ে যায় । আসল আমিষের বেশে টুকতে থাকে চুপ করা লালের মঞ্জিল  ……    

 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ