সাম্প্রতিক

6/recent/ticker-posts

সৌমিত্র উপাধ্যায়

 



 দুটি কবিতা 

 

অনুভূত হয়েছে আকাশ 

 

 

দু'পারের মেঘ সরে গিয়ে বিস্মৃত
তলে তলে চেতনা হারিয়ে আজ
 
অনুভূত হয়েছে আকাশ

বেদনার গায়ে ঝুঁকে পড়া 
ধার্মিকের অমিত আবিষ্কার
 

পরিশেষে অজান্তেই উদ্ধত জাগ্রত 
বিপুল দরাজ মনীষায়
 
পৃথিবীর সকল ক্ষয় দুর হয়ে যায়
 

এ বিষয়ে দূরগামী সন্ধির আড়ালে 
অবাক যুদ্ধ চলে এখানে ওখানে
 

নির্বাণ যদি হয় অলীক শক্তিমান 
তবে কেন আচমকা
 
বন্ধ করো হৃদয়ের দ্বার

সকল দরদি বিসংবাদ প্রথা হয়ে যায়
প্রচলিত নবান্নের সংগ্রহে
 

অনাথের কাহিনী, আত্মহনন 
জাতীয় গ্রন্থ থেকে
 
কেন বাদ হয়ে যায় !



জলের সীমানা


 

শুধু এইটুকু জানা 
উপকূলব্যাপী আগ্রহে জলের সীমানা
 
শামুকের দেওয়া ক্ষত
 
পিছনে ডেকেছে প্রভাবী শৈলশিরা

তরঙ্গদৈর্ঘ্য ধরে প্রমোদতরী 
মিছিল করে
 
সুখপাখী উল্লাস সংগ্রহে
 
পতঙ্গের পরখ করা গর্ভকেশর
বাতাসের বুকে ওড়ে
 

রৌদ্রশলাকার ভরকেন্দ্রীয় সেই মুখ 
অনুকূল অরণ্যে
 
ঢিমেতালে পোহাচ্ছে আগুন

গভীর মন্দ্র শ্বাস 
উৎসুক যৌবন
 

সাগরের বুকে ভর করে ।

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ