সাম্প্রতিক

6/recent/ticker-posts

মধুমিতা বসু সরকার

 


ইচ্ছে 

 

 

তুমি সাপ্রেসড ডিসায়ারের মতো একখানি বিশীর্ণ নদী হয়ে যাও প্রতিদিন -

বুকের খাঁজে আটকে থাকা অসংখ্য নুড়ি পাথর দিয়ে তোমায় ভরাট করি

উপনিবেশ -

এই ক্ষণস্থায়ী বর্ষা -

তোমার অতৃপ্ত রমণ,

আমি তোমার জন্য যথেষ্ট নয় --

মোহানার দিকে জলকল্লোল

ঠেলে ঠেলে নিয়ে যাব এমন সাধ্য কই -

তার আগে উরুসন্ধিতে মিটিয়ে দাও সব --

যদি নাভীমূল অতিক্রমণের পর তোমার নদীতে জলোছ্বাস আসে তাকে আমি প্লাবন বলিনা --

রুগ্ন মৃত্তিকা, সজীবতা প্রাপ্ত হলে -

রোজ রাতে ঘুমের ভিতর ভাতের গন্ধ আসে --

সুবাসে উদরতৃপ্তি --

নিজে তৃপ্তিহীন থেকে আমায় কতদিন আর অতৃপ্ত, ক্ষুধার্ত , তৃষ্ণাতুর রাখবে?  

কতকিছুই  তো সাপ্রেজড আজোও

পেট বড় বেইমান,  অশালীন, আহাম্মক এটুকু তো বোঝো তুমিও ----

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ