সাম্প্রতিক

6/recent/ticker-posts

অভিজিৎ পালচৌধুরী

 



হাউস-কিপিং


কষ্টটা বুকের ভেতর থেকে বার করে

দুমড়ে মুচড়ে করে তোলো

দলা পাকানো বাতিল কাগজ,

মনের দেরাজে আজন্ম যে

দুঃখের ধুলো জমিয়েছো

তাকে ডাস্টিং করে উড়িয়ে দাও

মহানগরীর কালো বাতাসে,

চোখের কোনে যে বোবা কান্না

লুকিয়ে রাখা তোমার

তাকে মপিং করে

ফ্রেশ লুক্ দাও

 

এবার তোমার

ফুরফুরে মন নিয়ে হেঁটে যাও 

এ-মাথা থেকে ও-মাথা,

পথের ধারে যা কিছু দেখবে

সব তুমি তাকালেই

প্রজাপতির মতো ফুরফুর করে

উড়বে তোমার চারপাশে,

কর্পোরেশনের ভ্যাটটাকেও মনে হবে প্রজাপতির বাগান,

যে মেয়েটি তোমাকে কথা দিয়েও

অন্য পুরুষের সঙ্গে চলে গেল,

সেও দেখবে প্রজাপতির মতো

ফিরে ফিরে আসতে চাইছে

 

শুধু

এই হাউস-কিপিংটা জানলে ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ