সাম্প্রতিক

6/recent/ticker-posts

মহুয়া বৈদ্য




 দুটি কবিতা




আনমুনি গান

 

হৃদকমলে ঘ্রাণ জমেছে অকাল  আশ্বিনে

ধানের কাছে শিশির বসে! অলমিতি, এক কোণে

আঁক কষেছে, ধমক ধামক, চিত্ত এবার টং

ডং এসেছে শুনেই গলায় পাপাঙ্গুলের ঢং

গোলমেলে এক  মেঘের বিকেল সন্ধ্যা ঘিরে জ্বর

কপালজুড়ে জলপটি সাজ তিন্নাম মন্তর

খুঁটে খাবার সময় এলে বজরা ভাসে ধীর

ঢেউ উঠলেই চরের আভাষ সাত নদী অস্থির

সমুদ্দুরের গল্পকথা এতই যদি ভালো

ঝড় উঠেছে, ঝড় উঠেছে, বাতাস কে সামলালো?

রাত কেটে যায় ঘুম ভাসে আর চোখের পলক স্থির

এবার তোমার বাঁশি থামাও অলখ গম্ভীর...

 

 স্নান

 

জলের হাতল থেকে গড়িয়েছে আঁশফলী রোদ

কলপাড়ে শ্যাওলার অবিরাম ছায়াবাজি-খেল

নিরাময় শালিখ -ডানায় ওড়ে?

তুমুল জোয়ার- ভাটা

মোচার খোলের মতো...তোলাবাজি

নিমেষ-সফর  কথা...

যত্নের  ঠিক পাশে মিছরির স্বাদে কথা-রৌদ্রাভা বালতিতে এসে পড়ল কি কান্ড!

মুহূর্তেই ঘোলাজলে স্নান

কিছু  আলপ্তি-বিভাব

বেড়াল-লোমের মতো নরম নখরস্রোতে গা ভেসেছে কোনোদিন?

 

 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ