সাম্প্রতিক

6/recent/ticker-posts

বিপ্লব গঙ্গোপাধ্যায়

 


দুটি কবিতা

প্রতিটি জন্মের আলো 



আলো ফুটলে ভোর হয়

আবার নতুন জন্ম এই গাছে আর একটি  ফুলের 



ফুলের ভেতর ফুঁ  দিয়ে  উড়িয়ে দিচ্ছে  কেউ স্মৃতিপথ  

পরাগের দাগ মুছে আবার নতুন গর্ভকোষ  

গুন গুন  গেয়ে উঠে  মাতৃত্বের গান



যন্ত্রণা  ভেঙে ভেঙে কোন এক শতাব্দীর দিকে

 চলে যাচ্ছে অদৃশ্য  সময় 


এক জীবন অনন্ত জীবন 


গাছে গাছে ঝুলে আছে অসীম জন্ম- লেখা  পাতা 

ওল্টাতে ওল্টাতে ঝরা ফুল    

খুঁজে বেড়াচ্ছে  প্রতিটি জন্মের  মাতৃগাছ। 




যে মেয়েটি ইউ টিউবে গান শুনছে  



জলহীন প্রান্তরে তুমি সেই প্রাচীন মেয়েটি 

রুখামাটি নিংড়ে আজও সব  সুর জমিয়ে রেখেছো

শুকনো নদী

একা একা জেগে থাকে জ্বরতপ্ত বালির উঠোন 



মোবাইলে ইয়ারফোন গুঁজে পেড়ে আনবে বৃষ্টির মৌতাত 

মেঘমল্লার দেবে নিঃসঙ্গ নদীকে স্নান, সঙ্গমের সুখ



এই এত সুর নিসর্গের গায়ে লেপ্টে আছে

কী লাভ কী লাভ এতে 

তুমি সেই কবে ছায়ার ভেতরে বসে বসন্তের গান লিখেছিলে 

ভিজে যাবে বলে নদী সব সুর বেধেছে দু’পাড়ে  ... 



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ