সাম্প্রতিক

6/recent/ticker-posts

রামকৃষ্ণ মাহাতো

 




দুটি কবিতা


পুতুল


 

এই ঘন বর্ষায় 

তোমার সাজানো মাটির পুতুল যদি ভিজে যায় 

আর তেমন মানাবে না ,

সুন্দর সুন্দর রং ছেড়ে ক্ষুধার্ত পেট বেরিয়ে আসবে 

সব সার্থকতা তখন একটা বড়সড় হা ! 

 

এমনিতেই হাঁটতে হাঁটতে নাক টিপে ধরে 

হাত ছাড়লেই তুমি একা ,

 

সারারাত ধরে যে মালভূমি রচিত হয় 

তা তুমি বা তোমার পুতুল ছাড়া অন্য কিছুই নয় । 

 

 

 

 

ভাপা পিঠার দিন

          


মা যেদিন যত্ন করে চাল ভিজতে দিত 

যেদিন পড়শির ঘরে ধুপ ধাপ শব্দ হত

সারা বিকেল জুড়ে ;

যেদিন খুঁট থেকে টাকা বার করে খেজুর গুড় আনতে পাঠাতো 

আমার সেলাই দেওয়া পকেট সেদিন আত্মঅহংকারী হয়ে উঠত 

রুনুঝুনু রুনুঝুনু ...

 

তারপর ঠিক নতুন খাপরি আর সরা পোড়ার গন্ধ

উঠোনে নড়েচড়ে উঠলে

গ্রামগুলো ভাপা পিঠার ভুবন এঁকে দিত !

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ