সাম্প্রতিক

6/recent/ticker-posts

সৌমিত্র চট্টোপাধ্যায়

 




দুটি কবিতা


 ১

শেষতম ভুল


 

শূন্যতার দিকে চেয়ে বলি

ফিরে এসো বিস্ময় 

দেখো মিশেছে এখানে ঝরাপাতার অভিজ্ঞান 

নিচুতলা দিয়ে বয়ে যায় নিরন্তর

অস্তিত্বের অন্ত:ক্ষরা

 

শেষতম ভুল করে অমর 

দু'চোখের পাতলা আবরণ 

ক্ষয়ে ক্ষয়ে অবশেষে 

আকন্ঠ পান করা দৈব বিকিরণ 

 

ভূমিগত অপযশ 

নামহীন আবৃত গর্ভকেশরে ডুবে 

জারজ সাঁতার

 

একলা ফুটেছে মৌচাক 

পাশে এসে বসে 

গলিত ফসফরাসের দৌলতে 

বিষবৃক্ষের উচ্চাভিলাষ..

 


 

 ২

নশ্বর দিন


  

বদলে বদলে যায় 

নয়নাভিরাম ধানক্ষেতে প্রতীত রত্নাগার 

হীরের ঝলক তীর বেগে ওঠে তারাপথে

 

আবগারি আদতে হেলদোল নেই

দিকে দিকে ছড়িয়ে সুবাতাস

এসেছে জ্যোতিষ্ক মহাজাগতিক 

 

পৃথিবীকে বলেছিল দু'হাত বাড়িয়ে একদিন 

বাড়বে সম্পর্কের ঋণ 

 

কদমের বুকে জমা অস্থির বাতাস 

সুমেরুর টানে চলা দূরের উপগ্রহে 

আভোগী-কানাড়ার আলাপ

 

মেঘলা দোটানায় অতীতের টানাপোড়েন 

বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যায় 

নশ্বর দিন..

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ