সাম্প্রতিক

6/recent/ticker-posts

প্রদীপ গঙ্গোপাধ্যায়

 


দৌড় 


 

কতটা কথা রাখতে পারি শিরদাঁড়াটার তলায় তলায়

চোখ সরে যায় আকাশ থেকে কাঁধ থেকে হাত অনেক সময়

শুকিয়ে যাওয়া আলজিভে তার রাতের সড়ক বিধৃত হয়

কতটা কথা রাখতে পারি শিরদাঁড়াটার কানায় কানায়... 

 

অবহেলার বৃত্তে একা দৌড়ে বেড়াই পাড়ায় পাড়ায় 

হারিয়ে যাওয়া জাতিস্মরের ভরাডুবির দীর্ঘ ছায়ায়

জলের কাছে তিন সত্যি নিচু স্বরের শব্দমালায়

চোরাগোপ্তা শিরদাঁড়াটা কতটা পথ চলতে শেখায়...

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ