সাম্প্রতিক

6/recent/ticker-posts

মানসী কবিরাজ

 


বিবাহ


যত ঢেউ জমে আছে  অতল সোপানে

স্রোত তার গিলে খায় প্রাচীন অজগর সাপ ,

আমি শুধু ঝাঁপি খুলি গোপনে গোপনে

ধুলো ছড়িয়ে ঢাকি অসতর্ক পাপ

ভয়ে ভয়ে থাকি , এই বুঝি সমূহ বসত খামার

 যাবে পুড়ে ;

 সব ছারখার

অযথা নিজেকে খুঁড়ি

যেন এক বিশ্বস্ত ডুবুরি ,জলের গোপন থেকে

ছেঁকে নেবে হারানো অঙ্গুরি

ভাণ করি ,

বিষে অমৃত মাখি অম্লান বদনে

নিজেকে রাধিকা করি অভীষ্ট সাধনে

সেও সব জেনে বুঝে ,চেটে খায় হ্লাদিনী আহ্লাদ

 খামারের গায়ে , ক্রমশ ঘন হয়

অলীক আত্মপ্রসাদ

 

    


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ