সাম্প্রতিক

6/recent/ticker-posts

অভিজিৎ পালচৌধুরী

 


তবু মনে রেখো ..

 

কলেজ স্ট্রিটের ফুটপাতের ব্যস্ততায় আর বই দোকানিদের টানাটানিতে আটকে গেল পা। প্রেসিডেন্সির গেট দিয়ে বেরিয়ে আসছে যেন "নায়ক"-এর শর্মিলা ঠাকুর, একজন ।কালো রেক্টাঙ্গুলার ফ্রেমের চশমার পেছনে ফিজিক্স অনার্স পেরোনো একটা  জানালা, খোলা । একইরকম , ক্লাশ এইট এর মতো । আর অন্য জানালায় যখন উন্মুখ ক্লাশ নাইন । 

 

ফ্রকের কোলে রাখা বইয়ের পাতার উত্তুরে বাতাসে উড়ে যাওয়া; সানশেডে মাধবীলতার নুয়ে পড়া ঝাড়ের আড়ালে  ক্লাশ নাইন-এর প্রহর গোনা । দুই জানালার মাঝখানে নরম রোদ বিছানো ভালোলাগার পাগলামি  

 

সময়ের দমকা হাওয়ায় একদিন জানালার ফ্রেম ডানা মেলে উড়ে যায় ঠিকানা বিহীন আকাশে । উড়তে উড়তে আবার একদিন নেমে আসে প্রেসিডেন্সির গেট আর কলেজ স্ট্রিটের ফুটপাতে । 

জানালার ভেতর থেকে দেখা স্মৃতি ভারে গাঢ় হলে ফুটপাত ধরে হাঁটতে থাকে উত্তরের দিকে । বসন্ত কেবিন । দু'কাপ চা এর মাঝখানে আবার ওঠে নরম রোদের আলো । দেখার বিনিময়ে অদেখাকে দেখা । চা শেষ হয়,  দেখা হয় না । অশেষ দেখা টুকু নিয়েই চলে যায় ট্রাম দক্ষিণের দিকে ।

 

সময়ের বাতাস প্রলম্বিত হতে হতে আজো এই পঁয়ষট্টির জানালায় ধাক্কা মারে । জানালার বাইরে যখন অপার শূন্যতায় হারিয়ে গেছে সেই জানালার ফ্রেম, অদৃশ্য এক ছায়াপথ এঁকে ।

 



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ