উনুন
ব্যাগের ভিতর একটা উনুন নিয়ে হাঁটতে হাঁটতে
আমার সুকান্তকে মনে পড়ল,
আহ্ দিয়াশলাই ছাড়া উনুন জ্বলবে কি করে!
সবগুলো কাঠি উজাড় করে সে-তো আমাদের হৃদয়গুলো
জ্বালিয়ে দিয়েছে।
আমরা এখন উড়ছি –উড়ছি
কালো মেঘের মধ্য দিয়ে ঠিক কাছিমের মত;
কাছিম না' কি বক?
বকের ডানায় রোদ থাকে
রোদ কি দিয়াশলাইয়ের বিকল্প, হয়তো-বা।
রোদ ধরার আগে আমি বাতাস ধরেছি
মুঠো-মুঠো, এক প্যাকেট দুই প্যাকেট...
এখন রোদ ধরব এক আকাশ দুই আকাশ
উনুন জ্বললেইতো তুমি উত্তপ্ত হবে
হীমের খোলস চিড়ে বেরিয়ে আসবে
কামকুক্কুরী নারী; আমাকে পোড়াতে
আমি তখন সুকান্তের দরজায় খিল হয়ে
দুপুরের চাঁদ গুনবো মধ্যাহ্নের অবসরে।
0 মন্তব্যসমূহ