সাম্প্রতিক

6/recent/ticker-posts

অনিক ইসলাম



দুটি কবিতা

স্বপ্নের সিঁড়ি


 

ঘুমের গোপন সিঁড়িতে

          কে উঁকি দেয়?

কার ডাকে ঘুম ভাঙলো?

আমার স্বপ্ন চোখে

           কে জেগে ওঠে?

কে ডাকে?

প্রেম না প্রত্যয়?

কার টানে বারবার

             ঘর ছেড়ে আসা

অসমাপ্ত স্বপ্ন চোখে-

সে বুঝি ঘুমের সিঁড়িতে বসেছিলো!

কে ডাকে?

ভালোবাসা ভালোবাসা এসো

আমার বুকে এসো...

 

 

প্রেম


 

অন্তর, রক্ত, চেতনা, ভালোবাসার

সবগুলো ইন্দ্রিয়, জীবনের শেষ পর্যন্ত

মনের সবগুলো জানালায় শুধুই--

একজনের জন্য অন্তকালের অপেক্ষা,

শরীরের প্রতিটা রক্তের বিন্দু, হৃদয়ের প্রতিটা কম্পন,

পৃথিবীর ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস বা মানুষের তৈরী

সববাঁধা অতিক্রম- প্রতীজ্ঞায় অটুট

ভালোবাসার চেতনায় মগ্ন

বিশ্বাসের অটল পাহাড়।

 

 

 


 

 

  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ