দুটি কবিতা
অমীমাংসিত
সময়ের সিঁড়ি ভেঙে এগিয়ে চললাম
একটা থেমে যাওয়া বিকেল সমস্ত রদবদল পেরিয়ে ফিরে আসতে চাইছে
আগাম কোনো ঘোষণা ছাড়াই নামিয়ে নেওয়া হচ্ছে মেঘ
বেরিয়ে পড়লাম...
আর্দ্রতার কাছাকাছি
শুনেছি, আষাঢ় উষ্ণায়নে পিছিয়ে পড়েছে
তুমি আসবে। অপেক্ষা, স্বগতোক্তির ভেজা ভেজা পাতাগুলোতে খুঁজে পাবে বিষণ্ণতার কিছু অক্ষর । নিঝুম...
দেখবে, তোমার অস্তিত্ব প্রণাম হয়ে আছে
স্নান
না আসা বৃষ্টির শরীরে যতটা গুমোট আছে, সেখানে রেখেছো পবিত্র এক অপেক্ষার পাথর। আমাকে
জাগিয়ে রাখবে। খুঁজতে খুঁজতে ওখানে হয়তো একদিন জলধারার হদিশ মিলবে। অভিশাপ কেটে
যাবে। ভাববো, নৈঃশব্দ্য জরুরি ছিল খুব। ছুঁয়ে দেখতে, তোমার দিকে দু'পা এগোব...
আর ঢেউ উথলাবে, দূর থেকে হেসে উঠবে সমুদ্র !
সুমন
কুণ্ডু